এবার খাস কলকাতার মধ্যেই অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। ঘটনাটি ঘটেছে নাদিয়াল থানা এলাকায়। বেআইনি আগ্নেয়াস্ত্র তৈরি করতে গিয়ে ধরা পড়ল এক দুষ্কৃতী। সোমবার রাতে বন্দর এলাকার নাদিয়ালে একটি ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই বাড়ি থেকে পিস্তল–সহ আগ্নেয়াস্ত্র তৈরির যন্ত্রপাতিও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে নাদিয়ালের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ওই অস্ত্র কারখানার হদিশ মিলেছে। তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি ৭ এমএম পিস্তল এবং ম্যাগাজিন। এছাড়া নির্মীয়মাণ ম্যাগাজিন, ব্যারেল, গ্রিল–মেশিন, হাতুড়ি, করাত–সহ অস্ত্র তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। আবদুল কায়েম ওরফে মুন্না নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সে বিহারের মুঙ্গেরের বাসিন্দা।
নাদিয়াল থানা এলাকার একটি একতলা বাড়িতে আগ্নেআস্ত্র তৈরির কারবারে সামিল ছিলেন বাড়ির মালিক মহম্মদ কলিম–সহ অন্যরাও। তবে সোমবার থেকে তাদের হদিশ মিলছে না। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আব্দুল কায়ুমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে নাদিয়াল থানা। ওই অস্ত্র কোথায় পাচার করা হত তা জানার চেষ্টা করছে পুলিশ।
