বিনোদন

ক্ষুব্ধ শাহীদ

শাহীদ কাপুরের অল্পতেই রেগে যাওয়া পুরনো অভ্যেস। পান থেকে চুন খসলেই তিনি মাথা গরম করে ফেলেন। আবারও সেই পুরনো চেহারার শাহীদকে পাওয়া গেল! সম্প্রতি স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এই অভিনেতা নিজেকে সংবরণ করতে পারেননি। এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘শ্রেষ্ঠ অভিনেতা’র পুরস্কার তাকে না দেয়ায় শাহীদ চটে যান। শুধু তাই নয়, এই অনুষ্ঠানে তার পারফর্ম করার কথা থাকলেও শেষ সময়ে নাকি অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান তিনি। ব্যবসাসফল ছবি ‘কবীর সিং’-এর জন্য এ বছর স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে শাহীদ মনোনীত হয়েছিলেন। আশা করেছিলেন তিনিই হয়তো এই পুরস্কার পাবেন। কিন্তু শেষ পর্যন্ত পুরস্কারটি ‘গাল্লি বয়’ ছবির জন্য রণবীর সিংকে দেয়া হয়। আর এতেই শাহীদ ক্ষেপে যান।

শাহীদের এমন অপরিনত আচরণে আয়োজকরা মুশকিলে পড়েন। শেষ মুহূর্তে পুরো বিষয়টি বরুণ ধাওয়ান সামাল দেন। পারফর্ম করার জন্য এতোদিন রিহার্সেল করলেও আচমকা অনুষ্ঠান ছেড়ে যাওয়ায় শাহীদের পরিবর্তে পারফর্ম করেন বরুণ ধাওয়ান। যদিও শাহীদের পক্ষ থেকে এমন ঘটনাটি অস্বীকার করা হয়েছে। তার ঘনিষ্ঠসূত্র বলছে, শাহীদ পরিণত অভিনেতা। সব সময় পেশাদারি মনোভাব বজায় রেখে চলেছেন। তার দ্বারা এমন ঘটনা ঘটতেই পারে না।