বিনোদন

ক্ষমা চাইলেন দেব

সোশ্যাল সাইটে বিয়ের কার্ড প্রকাশ করেন দেব। মঙ্গলবার নিজের টুইটারে শেয়ার করা কার্ডটিতে সোনালি রঙের লেখা- “শ্রী শ্রী প্রজাপতয়ে নমঃ”। আর তার নিচে বড় বড় করে লেখা ‘শুভবিবাহ’। কার্ডে পালকি-প্রজাপতি ছিল সবই। টুইটারে দেব লেখেন, “কেউ ফাঁস করার আগেই দিলাম। আশা করি, আপনাদের আশীর্বাদ থাকবে।”

জল্পনা-কল্পনা শুরু হয় এমন টুইট ঘিরে। অনেকেই ধারণা করেছিলেন প্রেমিকা রুক্মিণীকে এবার হয়তো বিয়ে করছেন দেব। কারও মনে অবশ্য দেখা দেয় সংশয়, এটা কোনও নতুন ছবির প্রোমোশন নয় তো? অবশেষে সত্যি হলো সেই আশঙ্কাই। জানা গেল, এটি দেব ও রুক্মিণীর নতুন ছবি ‘টনিক’-এর প্রোমোশন। এই খবর দেব নিজের ফেসবুকেই জানিয়েছেন। লিখেছেন, “ক্ষমা চাইছি ভুল খবর দিয়ে। আসলে ওটা টনিকের কাকার বিয়ে।” বিয়ের দিনও প্রকাশ করেছেন অভিনেতা। দিনটা ৮ মে। বিয়ের পাত্র ও পাত্রী দেব-রুক্মিণী নন, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। দেব এন্টারটেইনমেন্ট প্রযোজনা করছে ছবিটা। বিয়ের কার্ডটা এই ছবিরই একটা প্রোমোশনাল স্টান্ট।