খেলাধুলা ব্রেকিং নিউজ

ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হচ্ছেন সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। রোববার মুম্বাইয়ে এক সভায় বিসিসিআইয়ের কর্তাব্যক্তিরা এমন সিদ্ধান্ত নিয়েছেন। সভায় অন্যান্য রাজ্যের বোর্ডগুলোর সদস্যরা সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট করার বিষয়টি চূড়ান্ত করেন। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর একমাত্র ছেলে জয় শাহকে বোর্ডের সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে। সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করছেন। এর আগে ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল এই অধিনায়ক বিসিসিআই-এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছেন। প্রাক্তন ক্রিকেটার ও সাবেক জাতীয় নির্বাচক অশোক মলহোত্র খবরটা শুনেই বলে উঠলেন, ‘‘তাই নাকি? সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হয়ে গিয়েছে? আমি নিশ্চিত, ভারতীয় ক্রিকেট এতে সমৃদ্ধই হবে।’’