কলকাতা টেস্টে দলের প্রয়োজনে দাঁড়িয়ে গেছেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। এর আগে বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করে প্রথম দিনই ৩ উইকেটে ১৭৪ রান তুলে ফেলে ভারত। লিড নেয় ৬৮ রানের। কলকাতায় দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিন সেই লিড বাড়িয়ে নিচ্ছেন বিরাট কোহলিরা। ভারত ৬৮ ওভারে ৪ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২৫৭ রানে ব্যাট করছে। তাদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১৫১ রান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরাট কোহলি ১০২ রানে ব্যাট করছেন। তার সঙ্গী রবিন্দ্র জাদেজা। দ্বিতীয় দিন আজিঙ্কা রাহানে ৫১ রানে আউট হয়েছেন। এর আগে প্রথমদিন ৫৫ রানে আউট হন চেতেশ্বর পূজারা। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও রোহিত শর্মা যথাক্রমে ১৪ ও ২১ রানে আউট হন।
সম্পর্কিত খবর
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে খেলবেন না কোহলি
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছেন না বিরাট কোহলি
লস্কর–ই–তৈবার হিটলিস্টে টিম ইন্ডিয়ার অধিনায়ক!
Posted on Author নিজস্ব সংবাদদাতা
মঙ্গলবার জঙ্গিদের হিটলিস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির নাম উঠল।