আপনি কী স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহক? যদি হন, তাহলে জেনে রাখুন সঞ্চয়ী এবং স্থায়ী আমানতে সুদের হারে সম্প্রতি পরিবর্তন করেছে দেশের বৃহত্তম ব্যাংক ভারতীয় স্টেট ব্যাংক (এসবিআই)। এই সিদ্ধান্তের প্রভাব ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্টেও পড়বে।
এসবিআই সূত্রে খবর, ১ নভেম্বর থেকেই এসবিআইয়ের মধ্যবিত্ত গ্রাহকদের সঞ্চয়ে কোপ পড়তে চলেছে। কারণ সঞ্চয়ী বা সেভিংস অ্যাকাউন্ট এবং স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের নির্দিষ্ট ক্ষেত্রে সুদের হার কমিয়েছে ভারতীয় স্টেট ব্যাংক। ফলে এতদিন সেভিংস অ্যাকাউন্টে ১ লাখ টাকা পর্যন্ত জমার ওপর ৩.৫% হারে সুদ পেতেন গ্রাহকরা। তবে আগামী শুক্রবার থেকে সেই সুদের হার কমে দাঁড়াবে ৩.২৫ শতাংশে। অর্থাৎ, সুদের হার ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েচে দেশের বৃহত্তম ব্যাংক।
এমনকী ফিক্সড ডিপোজিটেও এক থেকে দু’বছরের মেয়াদের ক্ষেত্রেও সুদের হার কমানো হয়েছে। বর্তমানে যেখানে ৬.৫% সুদের হার মিলত, সেখানে তা ১০ বেসিস পয়েন্ট কমিয়ে ৬.৪% করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্যও ৭% থেকে সুদের হার কমিয়ে ৬.৯% করা হয়েছে।