অর্থনীতি দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর

মূদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়িয়ে দিল মোদী সরকার। শুক্রবার এই ঘোষণা করল কেন্দ্র। সপ্তম বেতন কমিশনের আওতায় শুক্রবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাওয়েন্স (ডিএ) এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) ৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।
এখন কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে হল ২১ শতাংশ। সাধারণত বছরের দুবার ডিএ দিয়ে থাকে কেন্দ্র। একটি জানুয়ারি মাসে এবং অন্যটি জুলাই মাসে। কেন্দ্রের এই ঘোষণায় উপকৃত হবেন ১ কোটি মানুষ। চার শতাংশ ডিএ বৃদ্ধির অর্থ সরকারি কর্মীদের বেতন বাড়বে ৭২০–১০,০০০ প্রতি মাসে। এতে ৪৮ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারি এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।
মহার্ঘ ভাতা নিয়ে আলোচনার পাশাপাশি এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়েও আলোচনা হয়। সেখানে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, করোনার মোকাবিলায় বিশ্বের অন্যান্য দেশের চেয়ে ভাল কাজ করছে ভারত। উল্লেখ্য, ২০১৯ সালের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। ওই বছর ১ জুলাই থেকে ডিএ মূল বেতনের ১২ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১৭ শতাংশ।