লিড নিউজ

কেন্দ্রীয় বাজেট ১ ফেব্রুয়ারি, তৈরি হচ্ছে নীল নকশা

আগামী ১ ফেব্রুয়ারি দেশের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গত বছর মে মাসে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটাই কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিক কারণেই অধীর আগ্রহে সবাই তাকিয়ে আছে বাজেটের দিকে। আজ সকাল ১১ টা নাগাদ নীতি আয়োগ অফিসে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে যোগ দিয়েছেন অর্থমন্ত্রী, দেশের সেরা ৪০ অর্থনীতিবিদ, বিশেষজ্ঞ এবং নীতি আয়োগের অফিসাররা। অর্থনীতি এবং আগামীদিনে তার রূপরেখা তৈরি করতে বৈঠক করেন প্রধানমন্ত্রী–অর্থমন্ত্রীরা।
বাজেট অধিবেশনকে দুটি অধ্যায়ে ভাগ করার প্রস্তাব করেছিল সংসদ বিষয়ক ক্যাবিনেট কমিটি। তারা প্রস্তাব দেয়, ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি প্রথম দফার বাজেট অধিবেশন। আর দ্বিতীয় অধ্যায় হোক ২ মার্চ থেকে ৩ এপ্রিল। গত বাজেটে নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন ২০২৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ৫ লক্ষ কোটি ডলারে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে পৌঁছতে গেলে দেশের জিডিপি যে হারে বৃদ্ধি হওয়া প্রয়োজন, এখনও পর্যন্ত লক্ষ্য করা যায়নি।
অর্থনীতিকে চাঙ্গা করার দাওয়াই তাঁর বাজেটে থাকবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এখন দেশের অর্থনীতি শুধুই পরিকাঠামো উৎপাদন এবং বিনিয়োগের উপর নির্ভর করছে না। বিশ্ব বাজারে চরম মন্দা তৈরি হয়েছে। তার প্রভাব প্রত্যক্ষভাবে পড়ছে ভারতে। এখন ইরান–আমেরিকার টানাপোড়েন তেল, সোনার দর চড়চড়িয়ে বেড়েছে। বেশি ডলার খরচ করে এই দুই পণ্যকে আমদানি করতে হচ্ছে ভারতকে। প্রধানমন্ত্রী ট্যুইট করে লেখেন, কেন্দ্রীয় বাজেট ১৩০ কোটি ভারতীয়ের আশা–আকাঙ্খার প্রতিনিধিত্ব করে। দেশের উন্নয়নের পথ প্রস্তুত করে বাজেট। আমি সবার কাছে বাজেটের জন্য নিজের নিজের প্রস্তাব ও আইডিয়া শেয়ার করতে অনুরোধ করছি।