লিড নিউজ

কালো পতাকা–গো ব্যাক মোদী স্লোগানে মুখরিত শহর

বিক্ষোভ হবে ঘোষণাই ছিল। তাই সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিক্ষোভে নেমে পড়ল একাধিক সংগঠন। যাদবপুর থেকে কেষ্টপুর, বালিখাল থেকে ধর্মতলা—একাধিক জায়গায় সমবেত হয়েছে বিক্ষোভকারীরা। কালো পতাকা, কালো বেলুন, গো ব্যাক মোদী স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছে বিক্ষোভকারীরা। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস,বামফ্রন্ট, কংগ্রেস–সহ বিভিন্ন গণসংগঠনের পক্ষ থেকে ‘কালো পতাকা’ দেখানোর কর্মসূচি চলছে। বিভিন্ন জায়গায় পৃথকভাবে প্রতিবাদ ঘিরে রীতিমতো কালো পতাকায় ঢাকা পড়েছে মহানগর!
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি তাদের ধর্না শুরু করেছে। এদিন বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তারই মাঝে তিনি ওই ধর্না মঞ্চে যেতে পারেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, বিক্ষোভের আঁচ যাতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে না পড়ে তার জন্যই শেষ মুহূর্ত পর্যন্ত ধোঁয়াশা রেখে দেওয়া হচ্ছে।
এদিকে বিক্ষোভে সামিল হয়েছে যাদবপুর, প্রেসিডেন্সির পড়ুয়ারাও। সেই বিক্ষোভর আঁচ যাতে প্রধানমন্ত্রীর গায়ে না লাগে সে কারণে বিমানবন্দর থেকে বিবাদীবাগ পর্যন্ত সড়কপথ বাতিল করে হেলিকপ্টারে রেসকোর্স পর্যন্ত নিয়ে যাওয়া হল তাঁকে। এমনকী যাদবপুর, গোলপার্ক, কলেজ স্কোয়ার, ধর্মতলা এবং হাতিবাগান ‘কালো পতাকা’ দেখানো হয়। প্রতিটি বিক্ষোভের জায়গায় হাজার হাজার মানুষ অংশ নিলেও চোখে পড়েনি কোনও দলীয় পতাকা। তবে বিক্ষোভের আবহাওয়া তৈরি হয়েছে।
অন্যদিকে হাতে কালো পতাকার পাশাপাশি সাদা কাগজে লেখা ‘গো ব্যাক মোদী’ পোস্টারেও পড়েছে দমদম বিমানবন্দরের আশপাশে। কৈখালিতে ‘মোদী বাড়ি যা’ পোস্টারও উঠে এসেছে বিক্ষোভকারীদের হাতে।
সিএএ প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাবার কথা উল্লেখ করা হয়েছে।