ব্রেকিং নিউজ রাজ্য

কালীঘাটে বৈঠক তৃণমূল সুপ্রিমোর

শুক্রবার বীরভূম জেলা নিয়ে বৈঠকে বসবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । শুক্রবার বীরভূমের শীর্ষ নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

অনুব্রত ঘনিষ্ঠ এবং অনুব্রত বিরোধীদের মধ্যে সমন্বয় করে জেলা তৃণমূলের স্টিয়ারিং কমিটি তৈরি করেছিলেন মমতা । কালীঘাটে দলীয় বৈঠকেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, প্রতি সপ্তাহে তিনটি করে জেলার সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রথমেই তিনি মুর্শিদাবাদ জেলা বৈঠক করেন। জগন্নাথধাম থেকে ঘুরে এসে তিনি বীরভূম নিয়ে বৈঠকে বসছেন। গত বছরের ১১ অগস্ট বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এরপর তাঁকে শোন অ্যারেস্ট দেখায় ইডি। চলতি মাসের ৭ তারিখ তাঁকে দিল্লি নিয়ে যান ইডি আধিকারিকরা।

বৃহস্পতিবার ওড়িশা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠকের পর জগন্নাথ মন্দিরে পুজো দেন মমতা। তারপর সেই দিন রাতেই ফিরে আসেন কলকাতায়। তারপরই বীরভূমের জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। এই বৈঠকে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারেই বলেই ধারণা রাজনৈতিক মহলের।