খেলাধুলা

কালান্দার্সে আফ্রিদি

টি-টেন লিগে শহীদ আফ্রিদিকে আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে টুর্নামেন্টের নতুন দল কালান্দার্স। আবুধাবিতে হতে যাওয়া এ বছরের টুর্নামেন্টে নতুন দল হিসেবে বাংলা টাইগার্সের পর এবার নাম লিখলো কালান্দার্স। রবিবার দলটি উন্মোচিত হয়, আর এই দিন ফ্র্যাঞ্চাইজির আইকন খেলোয়াড় হিসেবে ৩৯ বছর বয়সী আফ্রিদিকে নিলো তারা। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স ও এই টি-টেন লিগের কালান্দার্সের মালিক একজনই। পাকিস্তানি ব্যবসায়ী ফাওয়াদ রানা দুটি ক্লাবের সভাপতি। ৯ দলকে নিয়ে ১০ ওভারের এই প্রতিযোগিতার তৃতীয় আসরটি শুরু হবে আগামী ১৫ নভেম্বর।