বৃষ্টি থেমেছে। আর পুজো শেষ হতেই সন্ধ্যেবেলা থেকে অনুভূত হচ্ছে হালকা শিরশিরানি। আবার সকালে হালকা কুয়াশার দেখা মিলছে। বেলা বাড়তেই রোদের তেজ দেখা যাচ্ছে। কিন্তু হাওয়ার গতিপথ উত্তর দিকে। শুক্রবার সকালে এমন আবহাওয়া দেখতে পেল কলকাতা–সহ গোটা দক্ষিণবঙ্গ। আর প্রশ্ন উঠতে শুরু করল এবার শীত কী আগে আসবে?
শরৎ আবার ফিরে এসেছে। শীতের আগমনীরও বার্তা পাওয়া যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাতাসে জলীয় বাষ্প এখনও থেকে যাওয়ায় এই কুয়াশা তৈরি হয়েছে। কুয়াশা কেটে যেতেই খেয়াল হল যে হাওয়ার গতিপথ পালটে গিয়েছে। দক্ষিণের বদলে হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে। এই সুযোগে সর্বনিম্ন তাপমাত্রাও কিছুটা কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা এবং গুমোট ভাব বেড়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার সারাদিন ভুগিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবারও তার রেশ ছিল। আর শুক্রবার সকাল থেকে আবহাওয়া পাল্টে গেল। সকালে কিছু কিছু অঞ্চলে কুয়াশা হয়েছিল। বাতাসে জলীয় বাষ্প থেকে যাওয়ায় কয়েকদিন বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে। এই ঝড়বৃষ্টি খুব স্বাভাবিক ঘটনা। তবে একটানা বর্ষণের সম্ভাবনা নেই। আগামী দিনগুলিতে ধীরে ধীরে কমতে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রাও।