কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে প্রথমবার টেস্ট খেলবে বাংলাদেশ এবং ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশের সফর নিয়ে দায়িত্ব পালন শুরু করেছেন সৌরভ গাঙ্গুলি। জানা গিয়েছে, ইডেনে ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাস্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের গর্ভনর জগদীপ ধনকরসহ অনেকে উপস্থিত থাকবেন। ঐতিহাসিক এই টেস্টে এরই মধ্যে ৫০ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। শনিবার বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের নিজস্ব টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম তিন দিনের জন্য বিক্রি হয়েছে এই টিকিট। আগামী ২২ নভেম্বর ইডেন গার্ডেনে ঐতিহাসিক এই টেস্ট মাঠে গড়াবে।