আজ ফের কলকাতা শহরে মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল শেষে সভামঞ্চ থেকে ফের ঘোষণা করলেন, সিএএ–এনআরসি প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। জীবন দিয়েও অধিকার রক্ষার আন্দোলন চলবে। হুমকি, বাধার পরও নাগরিক আইন বিরোধী আন্দোলনের জন্য দেশের ছাত্র–যুব সমাজকে কুর্নিশ জানান তৃণমূল নেত্রী। পড়ুয়াদের নিশানা করলে দেশের মানুষ ভালভাবে নেবে না বলে হুঁশিয়ারিও দেন গেরুয়া শিবিরকে।
শিয়ালদহ, মৌলালি মোড় হয়ে মল্লিকবাজারে মিছিল শেষে একটি সভাও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি জানান, আগামী ২৮ ডিসেম্বর রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে অবস্থান–বিক্ষোভ করবে তৃণমূল। আগামী বছরের ৩ জানুয়ারি শিলিগুড়িতে সিএএ–এনআরসি বিরোধী মিছিলে হাঁটবেন তিনি। আর ৩০ ডিসেম্বর পুরুলিয়ায় সভা করে কলকাতায় ফিরবেন তিনি। তাঁর কথায়, ‘পড়ুয়াদের বলব কাউকে ভয় পাবেন না। সিএএ–এনআরসি’র বিরুদ্ধে লড়াই করা জামিয়া মিলিয়া, আইআইটি–কানপুর এবং অন্য বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আর বিজেপিকে সাবধান করব, আগুন নিয়ে খেলবেন না।
মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জীবন দিয়েও অধিকার রক্ষার আন্দোলন চলবে। ভয় দেখালে বা জবরদস্তি করলে দেশের জনগণ, বাংলার মানুষ তা মেনে নেবেন না। যতদিন না নয়া নাগরিকত্ব আইন এবং এনআরসি প্রত্যাহার হচ্ছে, এই আন্দোলন চলবে।’ কর্নাটকে সিএএ বিরোধী বিক্ষোভে নিহতদের পরিবারকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হবে না বলে সম্প্রতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। আর বাংলার মুখ্যমন্ত্রী পাল্টা ঘোষণা করেন, নিহতদের পরিবার প্রতি ৫ লাখ টাকা দেওয়া হবে।