করোনায় মৃতের সংখ্যার নিরিখে চীনকে টপকেছে ইতালি। ইতালি এখন যেন মৃত্যুপুরী। চীনের উহান প্রদেশ থেকে ছড়াতে শুরু করেছিল মারণ ভাইরাস করোনা। চীনের পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত দেশ এখন ইতালি। তবে এবার মৃত্যুপুরী ইতালিতে আশার আলো জাগিয়েছে ছোট্ট শহর ভো। করোনা আক্রান্তের সংখ্যা শূন্যতে নেমে এসেছে সেখানে।
ভেনিস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ভো শহর। সেখানে ৩,৩০০ মানুষের করোনা পরীক্ষা হয়েছিল। প্রশাসনের সূত্রে খবর, শহরের মোট জনসংখ্যার তিন শতাংশ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা শনাক্ত হওয়া সবাইকে কোয়ারান্টিনে রাখা হয়। দু’সপ্তাহ পর বিশেষজ্ঞরা আবার পরীক্ষা করে দেখেন, করোনা পজিটিভের মাত্রা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৪১ শতাংশ।
ভো শহরের বাসিন্দারা বুঝিয়েছেন, এইখান থেকে মুক্তির একমাত্র পথ বাড়িতে থাকা। একমাত্র ঘরবন্দি থাকলেই নিজেকে ও অন্যকে বাঁচানো সম্ভব। ভো শহরে গত ১৪ মার্চ একজন করোনা রোগীকে শনাক্ত করা হয়েছিল। তার পর আর কেউ সেখানে নতুন করে আক্রান্ত হননি।