রাজ্য স্বাস্থ্য

করোনা মোকাবিলায় হেল্পলাইন নবান্নের

রাজ্যে এখনও পর্যন্ত কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। কিন্তু করোনা ভাইরাস আতঙ্কে ভুগছেন। চীন থেকে ছড়ানো মারণ এই ভাইরাস নিয়ে সর্বত্র আতঙ্ক ছড়াচ্ছে। এবার তাতে সতর্কতামূলক পদক্ষেপ করল নবান্ন। সরকারি তত্‍‌পরতায় বিশেষ হেল্পলাইনও খোলা হয়েছে। স্বাস্থ্যভবনে চালু করা হয়েছে বিশেষ সেল। নাম কল সেন্টার করোনা। দুটি হেল্পলাইন নম্বর রয়েছে। (০৩৩) ২৩৪১২৬০০ এবং (১৮০০) ৩১৩৪৪ ৪২২২। করোনা ভাইরাস বিষয়ক তথ্য জানতে চাইলে এই দুটি হেল্পলাইনে ফোন করা যাবে।
করোনা ভাইরাস নিয়ে যাবতীয় তথ্য জানতে জাতীয় স্তরেও একটি হেল্পলাইন খোলা হয়েছে। এই নম্বরটি হল ০১১–২৩৯৭৮০৪৬। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। বেলেঘাটা আইডি হাসপাতালে দুটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির পরীক্ষাগার ছাড়াও আলেপ্পে, বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং মুম্বইয়ের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের চারটি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, ইতিমধ্যেই চীনে ২০০ জন করোনা ভাইরাসের বলি হয়েছেন। আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। ভারতের প্রতিবেশী দেশ নেপালেও থাবা বসিয়েছে এই ভাইরাস। সিঙ্গাপুর ও জার্মানিতেও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং জাপানেও এই ভাইরাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন।