অর্থনীতি দেশ

এলআইসি–কে বেসরকারিকরণের পথে কেন্দ্র!‌

অবশেষে বেসরকারিকরণের পথেই হাঁটল কেন্দ্রীয় সরকার। আর্থিক বাজেট পেশ করতে গিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা বেচে দেওয়ার পথে হাঁটলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনসিওরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া বা এলআইসিতে নিজের অংশীদারিত্ব বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি। শনিবার ২০২০–২১ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের সময় তিনি জানান, এলআইসিতে নিজের অংশীদারিত্ব বিক্রি করবে সরকার। বিমা সংস্থার একটা বড় অংশের অংশীদারিত্ব বিক্রি করে দেওয়া হবে। আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্বও বিক্রি করা হবে।
অর্থমন্ত্রী জানান, এলআইসি’‌র প্রাথমিক পাবলিক অফারের মাধ্যমে সরকার তহবিল সংগ্রহ করবে। সরকার নিজের অংশীদারিত্ব বিক্রির মাধ্যমেই ওই তহবিল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত করা হবে এলআইসিকে। ্ফলে দেশের বৃহত্তম আইপিএ হতে চলেছে এলআইসি। বিদেশি বিনিয়োগের পথও প্রশস্ত হয়ে যাবে এই সংস্থায়।
উল্লেখ্য, ২০১৯ সালের হিসাবে এলআইসি’‌র মোট লাইফ ফান্ড ছিল ২৮৩০০০০ কোটি টাকা। ২০১৮–১৯ সালে বিক্রি হওয়া মোট পলিসির মূল্য ২.১৪ কোটি টাকা। ২০১৮–১৯ সালে ২.৬ কোটি দাবি নিষ্পত্তি করেছে। সংস্থার ২৯ কোটি পলিসি হোল্ডার রয়েছে। আইডিবিআই ব্যাঙ্কের কর্মীরা এলআইসির কর্মকাণ্ডে যুক্ত হলেও তাঁদের এখনও বিমা সংস্থার নিজস্ব কর্মীর মর্যাদা মেলেনি।