স্থগিত হয়ে গেল রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা হবে। এবার করোনার জেরে স্থগিত করা হল দুটি পরীক্ষা। ২৩ ও ২৫ মার্চ দ্বাদশ শ্রেণির দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত হচ্ছে ২৭ তারিখ অতিরিক্ত বিষয়ের পরীক্ষাও। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে, ওই দুটি পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে। এরপর কবে পরীক্ষা হবে তা এখনও জানানো হয়নি। ১৫ এপ্রিলের পরেই সেই বিষয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে পর্ষদ।
পরীক্ষার পরবর্তী সূচি ১৫ এপ্রিলের পর জানানো হবে। করোনাভাইরাসের সতর্কতা হিসেবে আগেই ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়। উল্লেখ্য, আগামী ২৩ মার্চ পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন এবং অ্যাকাউন্টেন্সির পরীক্ষা হওয়ার কথা ছিল। রসায়ন, অর্থনীতি, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন, সংস্কৃত, পার্সি, আরবি এবং ফরাসি—পরীক্ষা হওয়ার কথা ছিল ২৫ মার্চ এবং ২৭ মার্চ স্ট্যাটিসটিকস, ভূগোল, কস্টিং এবং ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট এবং ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।
এর আগে সিবিএসই পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। পাশাপাশি ১৫ এপ্রিল পর্যন্ত একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ সাংবাদিক সম্মেলনে এই কথাই ঘোষণা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।