পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হলেও কেন্দ্রীয় সরকার রাজ্যের নাম বাংলায় সিলমোহর দেয়নি। বরং তা ফেলেই রেখেছে। সেখানে ট্রেনের টিকিটে এবার বাংলা ভাষা প্রবেশ করাতে চলেছে রেল। এটা খানিকটা ইতিবাচক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
বিষয়টা ঠিক কেমন? রেল সূত্রে খবর, দূরপাল্লার মতো লোকাল ট্রেনের টিকিট হিন্দি–ইংরেজির সঙ্গে এবার ঢুকে পড়ল বাংলাও। ট্রেনের টিকিটে হিন্দির সঙ্গে ঠাঁই পেল বাংলাও। কোথা থেকে যাত্রা শুরু করছেন। আর কোথায় যাবেন। সেটা এতদিন দূরপাল্লার টিকিটেই লেখা থাকত। এবার তেমন টিকিট থাকবে লোকাল ট্রেনেও। এর ফলে যাত্রীরা টিকিট কাটার পর মিলিয়ে দেখতে পারবেন। এতে টিকিট না কেটে যাওয়ার প্রবণতাও রোখা যাবে বলে আশা করছে রেল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, টিকিটে এবার স্টেশনের নাম থাকবে বাংলায়। এতদিন হিন্দি–ইংরেজিতেই লেখা থাকত। মোদী সরকারের বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে বিতর্কে জড়িয়েছেন অমিত শাহও। পরে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন, হিন্দিকে রাষ্ট্রভাষা করার কোনও পরিকল্পনা নেই সরকারের। বাংলায় ভাষা নিয়ে আবেগ চিরন্তন। তাই বাংলার অন্তর্ভূক্তি তাৎপর্যপূর্ণ।