আন্তর্জাতিক স্বাস্থ্য

এবার মৃত্যু হল চিকিৎসা কর্মীরও

চীনে রোজ লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা। বহু চিকিৎসাকর্মীও রেহাই পাননি করোনাভাইরাসের হাত থেকে। চীনের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৭১৬ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।
চীনে এখন করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫২৩। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৬,৪৯২ হাজার। চীন প্রশাসন থেকে নভেল করোনাভাইরাস পরীক্ষার নতুন নিয়ম চালু করেছে। এখন থেকে সিটি স্ক্যানের রিপোর্টকেও গ্রাহ্য করা হবে। এই ব্যবস্থা চালুর পর শুধুমাত্র উহান থেকেই কয়েক হাজার মানুষের আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
উদ্বেগের বিষয় হল, এখনও পর্যন্ত শুধুমাত্র একটি শহর থেকে পরিবর্তিত পরিসংখ্যান এসেছে। অন্য শহরগুলি তথ্য আপডেট করার পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে কেউ বুঝে উঠতে পারছেন না। প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের এতদিনের কার্যকলাপ নিয়ে।