এনআরসি’র ওয়েবসাইট থেকে হঠাৎ উধাও নাগরিকপঞ্জির তথ্য। রীতিমতো হইচই পড়ে যায় অসমে। বুধবার এই নিয়ে আসরে নামল কেন্দ্র। যে ওয়েবসাইটে অসমের এনআরসি সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যেত, গত দু’মাস ধরে সেখানে কিছুই দেখা যাচ্ছে না। বিরোধীদের দাবি, এনআরসি’র সমস্ত তথ্যই গায়েব করে দেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দাবি, গোটাটাই প্রযুক্তিগত ত্রুটি।
গত বছর ৩১ আগস্ট নাগরিকপঞ্জির চূড়ান্ত তথ্য দেওয়া হয় www.nrcassam.nic.in সাইটে। কিন্তু হঠাৎ তা এনআরসির সাইট থেকে গায়েব হয়ে য়ায়। অসমে এনআরসির কোঅর্ডিনেটর হিতেশ দেবশর্মা জানান, ‘নাগরিকপঞ্জির বিপুল তথ্য রাখার জন্য ক্লাউড সার্ভিস দিয়েছিল উইপ্রো। ওই পরিষেবা দেওয়ার জন্য কোম্পানির সঙ্গে চুক্তি ছিল গত বছর ১৯ অক্টোবর পর্যন্ত। কিন্ত সেই চুক্তি নবীকরণ করেননি তৎকালীন এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা। তাই ১৫ ডিসেম্বর থেকে এনআরসি’র সাইট থেকে সেইসব তথ্য গায়েব হয়ে যায়। গত ২৪ ডিসেম্বর আমি কাজে যোগ দিয়েছি।’
সুপ্রিম কোর্টের নির্দেশেই ওই তথ্য অনলাইনে প্রকাশ করা হয়েছিল। কিন্তু, গত দু’মাস ধরে তা দেখা যাচ্ছে না। প্রযুক্তিগত কারণে এই সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও এর পিছনে রহস্যের গন্ধ পাচ্ছে বিরোধী শিবির কংগ্রেস। আচমকা সমস্ত তথ্য উবে গেল কী ভাবে, তা নিয়ে প্রশ্ন তুলছে তারা। অসম বিধানসভার বিরোধী দলনেতা কংগ্রেসের দেবব্রত সাইকিয়া ওই চিঠিতে লিখেছেন, ‘যাঁদের নাম বাদ গিয়েছে, এখনও তাঁরা নাগরিকত্ব পেতে আবেদনই করে উঠতে পারেননি। তার মধ্যে সমস্ত তথ্য উড়ে যাওয়ার পিছনে ষড়যন্ত্র রয়েছে।’