এনআরসি বা নাগরিকত্ব তালিকা নিয়ে গান বেঁধেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ ও গায়ক কবীর সুমন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গানটি। গানের ছত্রে ছত্রে কটাক্ষ করা হয়েছে এনআরসিকে। গানটির ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি।
ফেসবুক পোস্টে কবীর সুমন লিখেছেন, গানটি ২২ অক্টোবর সন্ধ্যায় নিজের বাড়িতেই রেকর্ড করা। যে বাড়িতে বসে গান গাওয়া তা আমার পৈতৃক ভিটে। তিনি জানিয়েছেন, বাড়িটি তৈরি করেছিলেন তাঁর বাবা-মা। তাঁর ঠাকুরদা এ দেশেরই মানুষ ছিলেন। কিন্তু সেই সংক্রান্ত কোনও নথি নেই তাঁর হাতে। নিজের পরিচয়েরও ব্যাখ্যা করেছেন কবীর সুমন ওরফে সুমন চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ২০০০ সালে রাষ্ট্রের অনুমতি নিয়েই কবীর সুমন নামটি গ্রহণ করেছিলেন তিনি। এই নামই তাঁর বর্তমান পরিচয়। এর জন্য কারও যদি তাঁর ওপর কোনও ক্ষোভ কিংবা অভিমান হয়, সেজন্য তাঁর কিছু করার নেই বলেও জানিয়েছেন।
এনআরসিকে কটাক্ষ করতে গিয়ে কবীর সুমন বলেছেন, তিনি কে সে প্রমাণ তার কাছে আছে। কিন্তু তার বাবা হিসেবে যার পরিচয়, তিনি তার বাবা কিনা, তা নিয়ে তো কোনও ডিএনএ টেস্ট হয়নি। যেসব কাগজপত্রের ভিত্তিতে মানুষকে ভূমিহীন করা হচ্ছে, তা আদতে কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন কবীর সুমন।