ভারতে বসবাসকারী অবৈধ বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল ঢাকা। টানাপোড়েনের আবহেই মার্চে ঢাকা সফরের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ২০২০ সালের ১৭ মার্চ থেকে শুরু হয়ে এক বছর বাংলাদেশে চলবে শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠান। জন্মসূত্রে বাংলাদেশি কোনও ব্যক্তি ভারত থেকে এলে তাঁকেও গ্রহণ করা হবে বলে জানান সে দেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফলে কোন বার্তা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী সেখানে যান এখন সেটাই দেখার।
পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে এক বন্ধনীতে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বার বার উল্লেখ, ফের ভারত থেকে শরণার্থী যাওয়ার আশঙ্কা, শেখ হাসিনার সাম্প্রতিক কলকাতা সফরে কেন্দ্রের কোনও প্রতিনিধির না থাকা–সব মিলিয়ে বাংলাদেশে ভারত–বিরোধিতা তীব্র হয়েছে। যদিও বাংলাদাশের বিদেশমন্ত্রী বলেন, ‘ভারত ভাল থাকলে বাংলাদেশ ভাল থাকে। ভারতে অশান্তি হলে বাংলাদেশেও অশান্তি সৃষ্টি হয়।’
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের চলতি অম্ল–মধুর দশা কাটাতে, বাড়তি পদক্ষেপ করতে চাইছে সাউথ ব্লক। প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর অবশ্যই সেই উদ্যোগের প্রধান বিষয়। অক্টোবর মাসে দিল্লি সফরে এসে শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের বেশ কয়েকটি দেশের নেতা–সহ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের পক্ষে।