রাজ্য

একদিনে তিনজন করোনায় আক্রান্ত, রাজ্যের সংখ্যা ১৮

ফের বাড়ল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে ৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে মিলল করোনা–পজেটিভ। এগরার পর এবার ঘটনাস্থল উত্তরবঙ্গ। করোনার উত্তরবঙ্গ মেডিকেলে কলেজে ভর্তি এক ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এখনও পর্যন্ত রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৮। উত্তরবঙ্গের বাসিন্দা এই করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। কীভাবে আক্রান্ত হয়েছেন এই ৫৪ বছরের প্রৌঢ়া, তার তথ্য এখনও মেলেনি। খোঁজ চালাচ্ছে স্বাস্থ্য দপ্তর। ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৮। স্বাস্থ্যভবন সূত্রের খবর, আক্রান্ত হয়েছেন ৭৬ বছরের এক বৃদ্ধা এবং ৫৬ বছরের এক প্রৌঢ়া। গতকালই নদিয়ার তেহট্টে ৫ জনের শরীরে মিলেছিল করোনার সংক্রমণ। আজ তালিকায় বাড়ল আরও ২। আজ ৩৭ জনের রিপোর্ট আসে রাজ্যে। তাঁদের মধ্যে দু’‌জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে।
দু’‌বার পরীক্ষা করার পর দ্বিতীয়বার পজিটিভ আসে রিপোর্ট। নাইসেড সূত্রে খবর, প্রাথমিক ভাবে রিপোর্ট স্পষ্ট আসেনি। তাই দ্বিতীয়বার পরীক্ষা করা হয়েছে। নয়াবাদের বাসিন্দা ৬৬ বছরের বৃদ্ধ যে বিয়ে বাড়িতে গিয়েছিলেন সেখানেই এই দুই মহিলা ছিলেন বলেই স্বাস্থ্য ভবন সূত্রের খবর। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নভেল করোনায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন নয়াবাদের ওই বৃদ্ধ। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের এগরায় একটি বিয়ে বাড়ি গিয়েই তাঁর শরীরে সংক্রমণ হয়েছিল। এগরার একটি হাসপাতালে ভর্তি আছেন দুই মহিলা।
একদিনে রাজ্যে দু’‌জন আক্রান্তের সন্ধান পাওয়া গেল। বাকি দু’‌জন এগরার বাসিন্দা। নয়াবাদের করোনা আক্রান্ত বৃদ্ধ যেই বিয়েবাড়িতে গিয়েছিলেন তাঁরাও সেখানে ছিলেন বলে জানা যাচ্ছে। রাজ্যে মোট সংখ্যা দাঁড়াল ১৮। মৃতের সংখ্যা এক। তবে আরও একজনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে বলে খবর। সেটি উত্তরবঙ্গ থেকে খবর এসেছে।