বিনোদন

এক নজরে ফিল্মফেয়ার

গুয়াহাটিতে বসেছিল অস্কার নামে সুখ্যাত ফিল্মফেয়ারের ৬৫তম আসর। ঝলমলে আলো, তারকাদের উপস্থিতিতে জাঁকালো ছিল এবারের আয়োজন। ফিল্মফেয়ারের এবারের আসরে সেরা হয়েছেন নবীন তারকারা। এবারের আসরে বাজিমাত করলো ‘গাল্লি বয়’ টিম। ফিল্মফেয়ার বিজয়ীদের পুরো তালিকা-

সেরা অভিনেতা: রণবীর সিং (গাল্লি বয়)
সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাল্লি বয়)
সেরা পরিচালক: জোয়া আখতার (গাল্লি বয়)
সেরা চলচ্চিত্র: গাল্লি বয়
সেরা মৌলিক গল্প: অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি (আর্টিক্যাল ১৫)
সেরা সংলাপ: বিজয় মৌর্য (গাল্লি বয়)
সেরা চলচ্চিত্র (ক্রিটিকস): আর্টিক্যাল ১৫ এবং সোনচিড়িয়া
সেরা অভিনেতা (ক্রিটিকস): আযুষ্মান খুরানা (আর্টিক্যাল ১৫)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস): ভূমি পেডনেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)
সেরা পার্শ্বঅভিনেতা: সিদ্ধান্ত চতুর্বেদী (গাল্লি বয়)
সেরা পার্শ্বঅভিনেত্রী: অম্রুতা সুভাষ (গাল্লি বয়)
সেরা ডেবিউ পরিচালক: আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)
সেরা ডেবিউ অভিনেতা: অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)
সেরা ডেবিউ অভিনেত্রী: অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২)
সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (কলঙ্ক)
সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (ওয়ার)
সেরা লিরিক্স: ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গাল্লি বয়)
সেরা মিউজিক অ্যালবাম: গাল্লি বয় এবং কবীর সিং
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: কার্শ কালে এবং স্যালভেজ অডিও কালেক্টিভ (গাল্লি বয়)
সেরা অ্যাকশন: পল জেনিংস, ওহ সি ইয়ং, পারভেজ শেখ ও ফ্রাঞ্জ স্লিনহস (ওয়ার)
সেরা করিওগ্রাফার: রেমো ডিসুজা (কলঙ্ক)
সেরা সিনেমাটোগ্রাফি: জয় ওজা (গাল্লি বয়)
সেরা এডিটিং: শিবকুমার (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)