বিজ্ঞান-প্রযুক্তি

এ বছর দেখা যাবে যেসব গ্রহণ

২০১৯ সালের ২৬ ডিসেম্বর গোটা বিশ্ব দেখেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ। তার মাত্র ১৫ দিন পর গত রাতে (১০ ডিসেম্বর দিনগত রাত) দেখা গেল বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এবার মহাজাগতিক বিষয়ে আগ্রহীদের জন্য মহাকাশ বিজ্ঞানীরা আরও সুখবর দিলেন।

চলতি বছর, অর্থাৎ ২০২০ সালে মোট ছয়টি গ্রহণ দেখা যাবে। এর মধ্যে চারটি চন্দ্রগ্রহণ এবং বাকি দুটি সূর্যগ্রহণ। ১০ জানুয়ারি (শুক্রবার) চন্দ্রগ্রহণ দিয়ে শুরু হয়েছে ২০২০ সালের এই মহাজাগতিক ঘটনা। শুক্রবার দিনগত রাত ১১টা ৭ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয় এ চন্দ্রগ্রহণ। শেষ হয় ভোররাত ৩টা ১২ মিনিট ২৪ সেকেন্ডে। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, ২০২০ সালের ৫ ও ৬ জুন রাতে আবারও হবে চন্দ্রগ্রহণ। এরপর ৫ জুলাই এবং ৩০ নভেম্বর আরও দুটো চন্দ্রগ্রহণের ঘটনা ঘটবে। তবে এ দুটো চন্দ্রগ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এছাড়া ২১ জুন একটি সূর্যগ্রহণ হবে এবং বছরের শেষ দিকে ১৪ ডিসেম্বর হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।