বিনোদন

ঈদে অসহায়দের পাশে নুসরত

এ মুহূর্তে কলকাতা লণ্ডভণ্ড। ভয়ঙ্করভাবে আম্ফান নিজের ছাপ রেখে গেছে। কলকাতা শহরকে আম্ফান যেন দুমড়ে মুচড়ে ফেলেছে। এরইমাঝে উপস্থিত ঈদ। মুসলিম সম্প্রদায়ের জন্য বড়ই আনন্দের দিন। অভিনেত্রী নুসরত জাহান কলকাতার মুসলিমদের পাশে দাঁড়ালেন।

ঈদের আগে কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকা পার্ক সার্কাসে অসহায় মানুষের হাতে সেমাই, চিনিসহ খাদ্যসামগ্রী তুলে দেন। কলকাতায় এখনো লকডাউন চলছে। এ লকডাউনে নুসরত সতর্কতার সাথে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী নিজ হাতে তুলে দেন।