আন্তর্জাতিক

ইমরানকে আমন্ত্রণ জানাবেন মোদী

২০২০ সালে দিল্লিতে বসছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের আসর। ওই সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রে খবর, এসসিও’‌র ৮ সদস্য দেশ এবং ৪ পর্যবেক্ষক থাকবে দিল্লিতে এসসিও’‌র বৈঠকে। ভারতে আসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে বৃহস্পতিবার জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার।
সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলি— ভারত, চীন, কাজাখাস্তান, কিরগিজস্তান, রাশিয়া, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। ২০১৭ সালে পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয় ভারত–পাকিস্তান। সম্মেলনে পাকিস্তানও ডাক পেতে চলেছে। পড়শি দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণপত্র পাঠানো হবে বলে স্পষ্ট করে দিয়েছে বিদেশমন্ত্রক।
প্রধানমন্ত্রী পর্যায়ের ওই সম্মেলনে এসসিও–র কর্মসূচি, বহুজাতিক অর্থনীতি এবং বাণিজ্যিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। ২০১৭ সালে চীন নেতৃত্বাধীন এসসিও–য় যুক্ত হয় ভারত এবং পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চীনের মাধ্যমে বুধবারই রুদ্ধদ্বার বৈঠকে জম্মু–কাশ্মীর ইস্যুকে উত্থাপন করতে চেয়েছিল পাকিস্তান। যদিও ইউএনএসসি–র বেশিরভাগ সদস্য রাষ্ট্রই চীনকে সাফ বলে দেয় ওই স্থান এধরনের আলোচনার জন্য উপযুক্ত নয়। চীনের সেই পদক্ষেপকে নিন্দনীয় এবং ইউএনএসসি–র অপব্যবহার বলে কটাক্ষ করেছে দিল্লি। চীন ভবিষ্যতে এধরনের কাজ করা থেকে বিরত হবে বলে মন্তব্য করেছেন রবীশ কুমার।