বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। তবে চীন থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। এরই মধ্যে দেশটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। মৃত্যুপুরী ইতালির জন্য এবার প্রার্থনার বার্তা দিলেন অভিনেত্রী করিনা কাপুর। ঘুরতে ভালোবাসেন এ অভিনেত্রী। ইতালি তার অন্যতম পছন্দের দেশ। প্রিয় দেশের আকাশে-বাতাসে এখন লাশের গন্ধ।
সোমবার (২৩ মার্চ) করিনা ইনস্টাগ্রামে স্বামী সাইফ আলি খানের সঙ্গে ইতালি সফরের একটা পুরানো ছবি শেয়ার করেন। রোমের বিখ্যাত কলোসিয়ামের সামনে দাঁড়িয়ে তোলা এ ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আমার ভালোবাসা এবং আমি তোমাদের জন্য প্রার্থনা করছি।’
ঘরবন্দি হয়েই আপতত কাটছে সাইফিনার দিন। রোববার (২২ মার্চ) জনতা কারফিউ’র দিন করিনা ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন এক বিশেষ মুহূর্ত, যেখানে সাইফ ও তৈমুরকে বাড়ির ব্যালকনিতে চারাগাছ লাগাতে দেখা গেল। করিনা ক্যাপশনে লেখেন, ‘তারা নিরাপদে থাকার চেষ্টা করেছে। আসুন সবাই মিলে এই পৃথিবীটা সুন্দরভাবে গড়ে তুলি। আপনারাও যোগদান করুন।’