খেলাধুলা

ইডেনে প্যারাট্রুপারে আসবে গোলাপি বল

ইডেনে টস শুরুর ঠিক আগে ভারতীয় বিমানবাহিনীর সদস্যরা প্যারাট্রুপারে দুটো গোলাপি বল হাতে নিয়ে নেমে আসবেন মাঠে। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক ও ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে বল দুটি তুলে দেবেন তারা। দুই অধিনায়ক দর্শকদের উদ্দেশে তুলে ধরবেন গোলাপি বল।
বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবারাত্রির টেস্ট ম্যাচটিকে ঐতিহাসিক রূপ দিতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর এই বিশেষ উদ্যোগ। টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতিতে মাঠে সেট ফেলে আয়োজন করা হবে টকশো। রাহুল দ্রাবিড়, অনীল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার এই বিশেষ টকশোতে অংশগ্রহণ করবেন। এছাড়া শুক্রবার বাংলাদেশ-ভারতের ঐতিহ্যবাহী গোলাপি বলের দিবারাত্রির টেস্ট শুরুর ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।