বাংলাদেশ

ইউরোপ থেকে বাংলাদেশে প্রবেশে কড়াকড়ি

ইউরোপ থেকে আসা কোনও যাত্রীকে দেশে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার দুপুর থেকে এই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সোমবার দুপুরের পর ইউরোপের কোনও যাত্রী বাংলাদেশে এলে তাকে ফেরত পাঠানো হবে। সাংবাদিক বৈঠক করে এই কথা জানান সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
তিনি জানান, বিমান যদি ব্রিটেন ছাড়া ইউরোপের অন্য কোনও দেশের যাত্রী নিয়ে আসে তাহলে সেই দায় সংশ্লিষ্ট বিমান সংস্থার। ওই ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার খরচ বাংলাদেশ সরকার বহন করবে না। সেই বিমান সংস্থাকে খরচ করতে হবে। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপ ও করোনা আক্রান্ত দেশগুলি থেকে বাংলাদেশে কেউ আসতে পারবেন না। এছাড়া বাংলাদেশ সব ধরনের অন–অ্যারাইভাল ভিসা আপাতত বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দু’‌জন বাড়ি ফিরে গিয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে। বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে এই রোগ ছড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৬৮,৮৬৬ জন।