এশীয় র্যাঙ্কিং আর্চারিতে সোনাজয়ী বাংলাদেশি রোমান সানা দেশে ফিরেই পেলেন ফুলেল শুভেচ্ছা। দেশটির ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এই তীরন্দাজকে মিষ্টি খাইয়ে বরণ করে নিয়েছেন।রোমানের সঙ্গে ফিরেছেন দলগত ইভেন্টে রুপাজয়ী তামিমুল ইসলাম, মোহাম্মদ হাকিম। মিশ্র দ্বৈতে ব্রোঞ্জজয়ী বিউটি রায়।দেশটির বিমানবন্দরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহা সচিব সৈয়দ শাহেদ রেজা, আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মঈনুল ইসলামসহ আরও অনেকে।
জানা যায়, ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে মোশাররফ হোসেনের ব্রোঞ্জ জয় ছাড়া এশীয় পর্যায়ে আর কোনো ব্যক্তিগত পদক নেই বাংলাদেশের। রোমান সেই ব্যর্থতার ইতিহাসকে বদলে দিয়েছেন সোনার পদক। এই রোমানই জুনে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের মধ্যে দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে যেকোনো খেলার বিশ্ব আসরে পদক জিতেছিলেন।, রোমান সানা বলেন, ‘সেই ২০১৩ সাল থেকে অলিম্পিকে খেলার স্বপ্ন দেখি। কবে অলিম্পিকের মঞ্চে উঠব। দেশকে একটা পদক উপহার দেব।’