আন্তর্জাতিক

আমেরিকায় করোনার বলি ৪০ ভারতীয়!‌

আমেরিকায় করোনাভাইরাসের হামলায় আতঙ্কিত ভারতীয়রাও। জানা গিয়েছে, কমপক্ষে ৪০ জন আমেরিকাবাসী ভারতীয় কোভিড ১৯–এ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। আর দেড় হাজার ভারতীয় এই ভাইরাসে সংক্রমিতও হয়েছেন। মৃতদের মধ্যে বেশি বাসিন্দা কেরলের। কেরলের ১৭ জন মারা গিয়েছেন এই ভাইরাসের থাবায়। আর গুজরাটের ১০, পাঞ্জাবের চার, অন্ধপ্রদেশের দুই আর ওড়িশা একজনও মারা গিয়েছেন।
তবে মৃতদের মধ্যে অধিকাংশেরই বয়স ৬০ উর্দ্ধ। ২১ বছরের এক যুবকও রয়েছেন। তাঁরা মূলত নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতেই থাকতেন। পেনসিলভ্যানিয়া এবং ফ্লোরিডা থেকেও ভারতীয়দের আক্রান্ত হওয়ার খবর এসেছে। এই মুহূর্তে করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে আমেরিকা। সেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ১৮ হাজার ৭৭৭ মানুষ।
তবে হালকা একটা স্বস্তিচিহ্নও খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। গত কয়েক দিনে নিউ ইয়র্কে নতুন করে সংক্রমিতদের সংখ্যা একটু করে কমছে। ফলে করোনার গ্রাফ ধীরে ধীরে নত হচ্ছে বলে মনে করা হচ্ছে।