আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

আবারও ব্রেক্সিট পেছাল

ইইউ থেকে বেরিয়ে যাওয়ার নতুন সময়সীমা বেঁধে দেওয়া হলো ব্রিটেনকে। এবার ২০২০ সালের ৩১ জানুয়ারির মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করতে হবে দেশটিকে। সোমবার এ তথ্য জানিয়েছেন ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক। এক টুইটে টাস্ক বলেন, ইইউর ২৭ দেশ ব্রিটেনকে জোট থেকে বেরিয়ে যাওয়ার জন্য নতুন সময়সীমা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ব্রেক্সিট সম্পন্ন করতে হবে তাদের। আগের সময়সীমা অনুযায়ী ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার শেষ দিন ছিল ৩১ অক্টোবর। তবে ইইউর সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের হওয়া ব্রেক্সিট চুক্তি দেশটির পার্লামেন্টে পাস না হওয়ায় নতুন সময়সীমার জন্য আবেদন করেন তিনি। সেই পরিপ্রেক্ষিতে ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেল ব্রিটেন।