অর্থনীতি

আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস

ফের শীর্ষ ধনী ব্যক্তিতে পরিণত হলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার বর্তমান সম্পদের পরিমাণ ১০৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার সকালে শেয়ারবাজারে লেনদেন শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই আমাজনের শেয়ারের পতন হয়ে গেল ৭ শতাংশ। ফলে প্রায় ৭ বিলিয়ন ডলার হারিয়ে আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদ ১০৩ দশমিক ৯ বিলিয়নে নেমে গেল। বিশ্বের সবচেয়ে ধনীর শিরোপাও সেইসঙ্গে হাতছাড়া হয়ে গেল তার। ১৯৯৫ থেকে ২০১৭ পর্যন্ত একটানা আন্তর্জাতিক পত্রিকা ফোর্বসের পৃথিবীর সবচেয়ে ধনীদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস। ২০১৮ সালে বিল গেটসকে প্রথমবারের মতো সিংহাসনচ্যুত করেন জেফ বেজোস। সেই সময় বেজোসের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৬০ বিলিয়ন ডলার।