রাশিয়া বিশ্বকাপের পর স্পেন কোচের দায়িত্ব নেন লুইস এনরিকে। কিন্তু চলতি বছরের মার্চে তিনি পারিবারির কারণে সরে দাঁড়ান। আনুষ্ঠানিকভাবে জুনে দলের দায়িত্ব ছেড়ে দেন। কারণ এনরিকের নয় বছরের শিশু কন্যা জানা ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিল। শিশু কন্যাকে বাঁচাতে পারেননি তিনি। সন্তান হারানোর সেই শোকের সময়টায় স্পেন দলের কোচের দায়িত্ব পালন করেন মরিনো। কিন্তু এনরিকে এখন সেই শোক কাটিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন। রয়েল স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাই তাকে আবার দায়িত্ব দিচ্ছে। মরিনোর অধীনে স্পেন অবশ্য ইউরো বাছাইপর্বের আট ম্যাচেই অপরাজিত। তবে দুর্দান্ত এই অপরাজিত থাকার রেকর্ড ঢাল হিসেবে ব্যবহার করতে চান না তিনি। এনরিকেকে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সরে দাঁড়াচ্ছেন লা রোহাদের বর্তমান কোচ রবার্তো মরিনো। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য এনরিকের সঙ্গে আগেই চুক্তি করেছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। জানা যায়, দ্রুতই স্পেনের দায়িত্ব বুঝে নেবেন এনরিকে। জাতীয় দলের সঙ্গে তার চুক্তির মেয়াদ হবে ২০২০ সালের ইউরো পর্যন্ত।
