বৃষ্টি–রোদের লুকোচুরিতে শীত ফিরতে চলেছে। সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে এখন ১৯ ডিগ্রির ঘরে। কিন্তু শীত বিদায় নিয়েছে, এটা বলা যাবে না। কারণ বৃষ্টির মেঘ কেটে গেলেই আবার ঢুকে পড়বে উত্তুরে হাওয়া। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা–সহ দক্ষিণবঙ্গে রোদ–বৃষ্টির লুকোচুরি শুরু হয়েছে। কখনও একপশলা বৃষ্টি তো তারপরেই রোদের ঝলকানি। সঙ্গে উপস্থিত ঠাণ্ডা আমেজ।
বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা–সহ দক্ষিণবঙ্গে বলেছিল আবহাওয়া দপ্তর। তবে বুধবার সকালে যে বৃষ্টি হয়েছে, তেমন দাপট না থাকার সম্ভাবনাই বেশি। এদিন বৃষ্টির বেশি দাপট থাকবে উত্তরবঙ্গে। হতে পারে তুষারপাতও।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল থেকে মেঘলাই ছিল দক্ষিণবঙ্গ। বিকেল থেকে আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যেতে পারে। আর তার পরেই উত্তুরে হওয়ার মধ্যে দিয়ে প্রত্যাবর্তন হবে শীতের। আগামী তিন–চার দিন জোরদার শীত থাকবে দক্ষিণবঙ্গে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামতে পারে। পশ্চিমাঞ্চলে তা নামতে পারে ৮–৯ ডিগ্রির ঘরে। শুক্রবার সকালেই পারদের বড় পতন দেখা যেতে পারে। ১৩ ডিগ্রিতে নামলে ফেব্রুয়ারির দোরগোড়ায় এসে তা যথেষ্ট বেশি ঠান্ডাই। কারণ এই সময়ে কলকাতার স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রা ১৫–১৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করে। ফলে শীতের এখনই বিদায় নেওয়ার কোনও সম্ভাবনা নেই।
