আত্নহত্যা করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সেজাল শর্মা। পুলিশের দাবি গতকাল শুক্রবার মুম্বাইয়ে নিজের ফ্ল্যাটে তিনি আত্মঘাতী হয়েছেন। এ সময় তার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় একটি সুইসাইড নোট।
সেজালের সহ অভিনেতা অরু কে ভার্মা আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এই টুইট বার্তায় তিনি বলেন, ‘হ্যা, এটা সত্যি। এই খবর শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ১০ দিন আগেই ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। রোববার হোয়াটসঅ্যাপে অনেকক্ষণ চ্যাটও করেছি। তখন ও তো ঠিকই ছিল।’
‘দিল তো হ্যাপি হ্যায় জি’ টিভি সিরিয়ালের অন্যতম প্রধান চরিত্রে সেজাল শর্মা অভিনয় করেছেন। অরু কে ভার্মা এই ধারাবাহিকে তার সহ অভিনেতা ছিলেন। ধারাবাহিকে তিনি সেজালের ভাই।
সেজালের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল জানিয়ে অরু বলেন, ‘কেন এমন করলেন! বুঝতে পারছি না।’ অন্ত্যেষ্টির জন্য সেজালের মরদেহ তার পরিবার উদয়পুর নিয়ে গেছে বলেও জানান অরু।
ইতোমধ্যেই আত্মহত্যার ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে। করা হচ্ছে ঘটনার তদন্ত। উল্লেখ্য, উদয়পুরের মেয়ে সেজাল ২০১৭ সালে অভিনয়ে পা রাখেন। বেশ কিছু বিজ্ঞাপনে মুখ দেখানোর পর তিনি স্টার প্লাসের ওই ধারাবাহিকে সুযোগ পান। তার আগে তিনি ওয়েব সিরিজ ‘আজাদ পারিন্দে’তে অভিনয় করেন।