পরিবেশ ব্রেকিং নিউজ

আজ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

আবারও বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতিবার বিকেল থেকে রাজ্যে পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। চলবে শনিবার পর্যন্ত। নেপথ্যে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। বৃহস্পতিবার বিকেল থেকে কলকাতা ও রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকছে। ফলে বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা লাগোয়া উপকূল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। তখন দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও, বাড়বে রাতের তাপমাত্রা। উত্তরবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে মাইনাস ডিগ্রিতে নেমে যাচ্ছে তাপমাত্রা। পাহাড়ে দিনে তাপমাত্রা ৪-৬ ডিগ্রি মধ্যে ঘোরাফেরা করছে। রাতে তা মাইনাসে চলে যাচ্ছে। ফের বৃষ্টির পূর্বাভাস মেলায় তাই পরিস্থিতি সামলাতে আগাম ব্যবস্থা নিচ্ছেন বইমেলা কর্তৃপক্ষ। মেলা চত্বরে মজুত রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণে ত্রিপল ও প্লাস্টিক।