আজ পয়লা বৈশাখ। জীর্ণ-পুরোনোকে বিদায় জানিয়ে আনন্দ ও নতুন আশার বার্তা নিয়ে বাংলার ঘরে ঘরে আবার এল নববর্ষ।বাংলা নববর্ষে নতুন বছরের দিন শুরু হয় সকালে সূর্যোদয়ের পর থেকে। এদিন আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নববর্ষ উৎসবের প্রধান বৈশিষ্ট্য এর সর্বজনীনতা, এটি সব বাঙালির প্রাণের উৎসব। বিশ্বের প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বাংলা নববর্ষ একান্তই সাংস্কৃতিক ও বৈষয়িক।
বাঙালি সম্প্রদায়ের লোকেরা আজ ঐতিহ্যবাহী পোশাক পরে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। এর পাশাপাশি এদিন ঐতিহ্যবাহী খাবারও তৈরি করা হয়। এই দিনে লোকেরা বাড়িতে পান্তা ভাত তৈরি করে কাঁচা মরিচ, পেঁয়াজ এবং ভাজা ইলিশ মাছ দিয়ে খায়। এছাড়াও এই দিনে অনেক ধরনের মিষ্টিও তৈরি করা হয়।