বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছে। এরমধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। ভুল স্বীকার করায় তাকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি নিশ্চিত করেছে বিষয়টি। নিষেধাজ্ঞার সময়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকবেন সাকিব। শাস্তি শেষে তিনি মাঠে ফিরবেন ২০২০ সালের ২৯ অক্টোবর। জানা যায়, আইসিসির দুর্নীতিবিরোধী আইনের তিনটি ধারা ভেঙেছেন সাকিব। আর শুনানিতে সব মেনেও নিয়েছেন বাঁহাতি অলরাউন্ডার। যে কারণে তার শাস্তিতে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। এ নিয়ে দেশটির রাজধানী ঢাকায় বিসিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাকিবের পাশে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, আমাদের জন্য এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা সবসময়ই বলি দুটো ক্রিকেটারের বদলি নেই আমাদের হাতে। একজন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা। অন্যজন সাকিব। তার মতো ক্রিকেটার আমরা আর পাবো কি-না জানি না। শাস্তির ব্যাপারে সাকিব বলেছেন, ‘ভালোবাসার ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ায় আমি সত্যিই দুঃখিত। কিন্তু ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার কথা গোপন করার শাস্তি আমি মেনে নিয়েছি।
সম্পর্কিত খবর
“সাকিবকে কিছুতেই ছাড় দেওয়া হবে না”
Posted on Author নিজস্ব সংবাদদাতা
নতুন এক সংকটে বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান।
এমসিসি থেকে সাকিবের পদত্যাগ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান।
র্যাঙ্কিং থেকে বাদ সাকিব
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সিরিজের আগেও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে দুইয়ে থাকা সাকিব আল হাসান তালিকাতেই নেই!