গুরুতর অসুস্থ অভিনেতা ইরফান খান। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন তিনি। বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ইরফান। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত দুই বছর ধরেই অসুস্থ ছিলেন এ অভিনেতা। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন দীর্ঘদিন। সম্প্রতি ভারতের জয়পুরে তার মা সইদা বেগমের মৃত্যু হয়। কিন্তু লকডাউনের কারণে অভিনেতা সেখানে যেতে পারেননি। ভাবতে পারেননি মাকে শেষ দেখা দেখতে পারবেন না তিনি। ছিলেন না মায়ের শেষযাত্রায়। মায়ের মৃত্যু শোকেই ভেঙে পড়েছিলেন ইরফান।
এই ঘটনার কয়েকদিন পেরোতে না পেরোতেই অসুস্থ হলেন ইরফান নিজে। ব্রিটেনে যখন ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিং চলছে, তখনও ইরফান খানের চিকিৎসা চলছিল। তারই মধ্যে শুটিং চালিয়ে গিয়েছেন। ইরফান এখন মুম্বাইয়ে। তার স্ত্রী সুতপা সিকদার ও দুই ছেলে বাবিল ও আয়ান আপাতত ইরফানের কাছেই হাসপাতালে।
এর আগে ২০১৮ সালে যখন তার শরীরে টিউমার ধরা পড়েছিল, তখন অভিনেতা অবসাদে ভুগতে শুরু করেন। একদিকে অভিনয় জগৎ, অন্যদিকে রয়েছে তাঁর জীবন। দুইয়ের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি।
এদিকে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত বলিউড মহল। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্থতা কামনা করে পোষ্ট করেছেন সহশিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা।