অবশেষে সিরিয়ায় আটকা পড়া সেই ৬০ জন ‘আইএস-শিশু’যুক্তরাজ্যে আশ্রয় পাচ্ছে। সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে লড়াই করতে যাওয়া ব্রিটিশ নাগরিকদের শিশু সন্তানরা সেখানে আটকা পড়ে। তাদের বেশিরভাগের বাবা সিরিয়ায় বিভিন্ন পক্ষের সঙ্গে সংঘাতে নিহত হয়েছেন। তাদের শিশুরা এতিম বলে বিবেচিত হচ্ছে। যুক্তরাজ্যের কাউন্সিল ও শিশুদের আত্মীয়রা তাদের গ্রহণ করতে রাজি হয়েছে। জানা যায়, এখন পর্যন্ত তিন ব্রিটিশ এতিম শিশু দেশে পৌঁছেছে এবং তাদের আদালতের ওয়ার্ডে সাময়িকভাবে রাখা হয়েছে। কিন্তু তাদের শিশুকেন্দ্রে পাঠানো হবে না। কারণ আত্মীয়রা শিশুদের নিজেদের কাছে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে। ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রতিটি ক্ষেত্রে কীভাবে শিশুদের ফিরিয়ে আনা যায় তা বিবেচনা করা হচ্ছে।’ সিরিয়ায় আটকে পড়া ইসলামিক স্টেট (আইএস) সদস্যদের ব্রিটিশ সন্তানদের ফিরিয়ে আনার দাবিতে যখন সরকারের ওপর চাপ বাড়ছে তখন এই পদক্ষেপের খবর জানা গেল।