ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট বাঁচাতে পারলো না ইংল্যান্ড। রবিবার তাদের ১৮৫ রানে হারিয়ে অ্যাশেজ নিজেদের কাছে রেখে দিলো অস্ট্রেলিয়া। চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে অজিরা। ৩৮৩ রানের লক্ষ্যে নেমে শেষ দিনে জয়ের চিন্তা করাটা বোকামি, তাই ম্যাচ বাঁচাতে দাঁত কামড়ে ক্রিজে পড়ে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না ইংল্যান্ডের। সর্বোচ্চ চেষ্টা করে গেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। কিন্তু প্যাট কামিন্সের সঙ্গে জোশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের গতি এবং নাথান লায়নের ঘূর্ণিতে প্রতিরোধটা যথেষ্ট হলো না। শেষ দিন ২ উইকেট হাতে রেখে ৩৬৫ রান করতে হতো ইংল্যান্ডকে। কিন্তু আর ১৭৯ রান করতেই বাকি উইকেটগুলো তারা হারায় অজিদের কাছে। ১৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। তাতে ২০০১ সালের পর প্রথমবার দেশের মাটিতে অ্যাশেজ জিততে ব্যর্থ হলো ইংল্যান্ড। ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স সর্বোচ্চ ৪ উইকেট নেন, দুটি করে পান হ্যাজেলউড ও লায়ন। দুই ইনিংসে ২১১ ও ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন স্টিভেন স্মিথ।
সম্পর্কিত খবর
গাড়ির নম্বর প্লেটে কোভিড–১৯ লেখা! গাড়িটি কার?
Posted on Author নিজস্ব সংবাদদাতা
টানা চার মাস ধরে গাড়ি পড়ে রয়েছে পার্কিং জোনে। গাড়ির কোনও দাবিদার নেই বলে খবর। গাড়ি নিয়ে কোনও রহস্য দানা বাঁধত না।
বিরাটদের ১৪ দিনের কোয়ারেন্টাইন!
Posted on Author নিজস্ব সংবাদদাতা
ইতিমধ্যেই ভারতের অস্ট্রেলিয়া সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে বিরাটরা ডনের দেশে তিনটি টি–টোয়েন্টি, চারটি টেস্ট এবং তিনটি ওয়ান ডে ম্যাচের সিরিজ খেলবে বলে সূচিতে উল্লেখ আছে।
বছরের প্রথম সূর্যগ্রহণ, কবে দেখে নিন
Posted on Author ডেক্স রিপোর্টার
২০ এপ্রিল ততে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহন। তবে এটি পূর্ণ গ্রহন নয় এটি নিঙ্গালু গ্রহণ যা কী না হাইব্রিড গ্রহন নামে ও পরিচিত।