খেলাধুলা

অ্যাশেজ ধরে রাখলো অস্ট্রেলিয়া

ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট বাঁচাতে পারলো না ইংল্যান্ড। রবিবার তাদের ১৮৫ রানে হারিয়ে অ্যাশেজ নিজেদের কাছে রেখে দিলো অস্ট্রেলিয়া। চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে অজিরা। ৩৮৩ রানের লক্ষ্যে নেমে শেষ দিনে জয়ের চিন্তা করাটা বোকামি, তাই ম্যাচ বাঁচাতে দাঁত কামড়ে ক্রিজে পড়ে থাকা ছাড়া আর কোনও উপায় ছিল না ইংল্যান্ডের। সর্বোচ্চ চেষ্টা করে গেছেন স্বাগতিক ব্যাটসম্যানরা। কিন্তু প্যাট কামিন্সের সঙ্গে জোশ হ্যাজেলউড ও মিচেল স্টার্কের গতি এবং নাথান লায়নের ঘূর্ণিতে প্রতিরোধটা যথেষ্ট হলো না। শেষ দিন ২ উইকেট হাতে রেখে ৩৬৫ রান করতে হতো ইংল্যান্ডকে। কিন্তু আর ১৭৯ রান করতেই বাকি উইকেটগুলো তারা হারায় অজিদের কাছে। ১৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। তাতে ২০০১ সালের পর প্রথমবার দেশের মাটিতে অ্যাশেজ জিততে ব্যর্থ হলো ইংল্যান্ড। ম্যাচে অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স সর্বোচ্চ ৪ উইকেট নেন, দুটি করে পান হ্যাজেলউড ও লায়ন। দুই ইনিংসে ২১১ ও ৮২ রান করে ম্যাচসেরা হয়েছেন স্টিভেন স্মিথ।