৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের বিভাগে জায়গা করে নিল রণবীর সিংহ ও আলিয়া ভাট অভিনীত ছবি ‘গালিবয়’। ওই বিভাগে ভারত থেকে নির্বাচিত হয়েছে জয়া আখতার পরিচালিত এ ছবি।
মুম্বইয়ের ধারাভি বস্তির এক র্যাপ পাগল ছেলের স্বপ্নপূরণের গল্প নিয়েই চলতি বছরের ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পেয়েছিল এই ছবি। রণবীর ও আলিয়ার অসাধারণ অভিনয় দর্শকদের মন ছুঁয়েছিল। শব্দ দিয়ে, কথা দিয়ে ধাক্কা মারা যায় শত্রুপক্ষকে, চোখে আঙুল দিয়ে সেই সময় দেখিয়েছিল ওই ছবি।
‘গালিবয়’-এর এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত ছবির কুশীলব বিজয় বর্মা। তার আশা, এই ছবি সেরার শিরোপা লাভ করবে।
ছবিতে বিজয়ের অভিনীত চরিত্রের নাম মইন। শুধু চরিত্র নয়, তার কাছে এই নামটি জীবনের অন্যতম সেরা পুরস্কার। কারণ এই ছবিতে অভিনয় করে আমূল পাল্টে গেছে তার জীবনটাই। ভারতে প্রশংসিত হয়েছিল আগেই।
এবার স্থান, কাল সীমানা ছাড়িয়ে ‘গালিবয়’-এর আখ্যান পৌঁছে গেল সুদূর লসঅ্যাঞ্জেলেসে। সেখানেই ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কার।