বিনোদন

অভিনয়ে আগ্রহ নেই শাহরুখ পুত্রের

আরিয়ানকে বলিউডে দেখার জন্য অপেক্ষায় ছিলেন শাহরুখ ভক্তরা। কিন্তু তাদের জন্য দুঃসংবাদ। ডেভিড লেটারম্যান শো’তে শাহরুখ জানিয়েছেন তার ছেলে আরিয়ানের অভিনয়ে আগ্রহ নেই। আরিয়ান প্রসঙ্গে শাহরুখ বলেন, “ভারতে বিষয়টি এরকম, নায়কের ছেলে নায়কই হবে। ও দেখতে সুন্দর, লম্বা। কিন্তু আমি মনে করি, অভিনেতা হওয়ার ইচ্ছেটা ভিতর থেকে আসে। আরিয়ান আমাকে বলেছে, ‘আমার মনে হয় না আমি অভিনয় করতে আগ্রহী। যখনই তোমার সঙ্গে আমার তুলনা করা হয়, আমি অভিনয় করার ইচ্ছা হারাই।’”

প্রথমে শোনা গিয়েছিল আরিয়ানের অভিষেক হবে করন জোহরের ছবিতে। এরপর শোনা যাচ্ছিলো আদিত্য চোপড়ার ‘ধুম ৬’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ানের। তবে শাহরুখের এমন কথায় এসব খবরই গুজব প্রমাণিত হলো।