বাংলাদেশ ব্রেকিং নিউজ

অবশেষে সাময়িক মুক্ত খালেদা

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ৬ মাসের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এই সময়কালে খালেদা জিয়াকে বাড়িতেই চিকিৎসা নিতে হবে এবং দেশের বাইরে যেতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শর্তসাপেক্ষে মানবিক কারণে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দিতে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। খালেদা জিয়ার পরিবারের করা মুক্তির আবেদন সুপারিশ করে স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হয়েছে। মঙ্গলবার গুলশানের বাসভবনে এক সাংবাদিক বৈঠক ডেকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, খালেদা জিয়ার বয়স বিবেচনা করে মানবিক কারণে সরকার সাজা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেল নাগাদ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজা ৬ মাসের জন্য স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এতিমখানা ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ১৭ বছরের সাজা দেওয়া হয়। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া।