এমনিতেই করোনা ভাইরাস আমাদের জীবন ও জীবিকা বিপন্ন করে তুলেছে। করোনা সংক্রমণের জেরে লকডাউন বা কড়া বিধিনিষেধে জনজীবন বিপর্যস্ত। এরমধ্যেই নতুন আতঙ্ক, যার নাম জিকা ভাইরাস। ইতিমধ্যেই ভারতে থাবা বসিয়েছে জিকা ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, কেরলে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। সেখানে মশাবাহিত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১৪ জন। তাঁদের মধ্যে ২৪ বছরের এক অন্তঃসত্ত্বাও আছেন বলে জানা গেছে।
কেরলের স্বাস্থ্যমন্তক থেকে জানানো হয়েছে, রাজধানী তিরুবন্তপুরমের সরকারি হাসপাতালের ১৩ জন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মীর শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। তাঁদের শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের নমুনা পাঠানো হয়েছিল পুনের ন্যাশনাল ইনস্টিটিউট ইফ ভাইরোলজিতে। এরপরই জিকা ভাইরাসের অস্তিত্ব টের পাওয়া যায়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মশার কামড়ের মাধ্যমেই ছড়ায় জিকা ভাইরাস। প্রথমে জ্বর আসে এরপর শরীরের বিভিন্ন অংশে র্যাশ বা লাল চাকচাকা দাগ বের হয়। এছাড়াও গাঁটে গাঁটে যন্ত্রণা, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়। এমনকি জিকা ভাইরাসে আক্রান্ত অনেক সময় পঙ্গুও হয়ে গিয়েছেন বলে দেখা গিয়েছে। কয়েক বছর আগে ব্রাজিলে ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। এবার এদেশেও হানা দিল জিকা।
ভারতে এই মুহূর্তে শুধু কেরলে জিকা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তিরুঅনন্তপুরম জেলায় মোট ১৪ জন আক্রান্ত। তবে যারা আক্রান্ত হয়েছেন, তাঁরা সম্প্রতি জেলার বাইরে কোথাও যাননি বলেই দাবি কেরলের স্বাস্থ্যমন্ত্রকের। ২৪ বছরের যে অন্তঃসত্ত্বা জিকা ভাইরাসে আক্রান্ত, তিনি গত মঙ্গলবার সন্তানের জন্ম দিয়েছেন। শিশুটির নমুনা পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। আপাতত জিকা ভাইরাস নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক, তাঁরা নিয়মিত যোগাযোগ রাখছেন কেরল সরকারের সঙ্গে।
You must be logged in to post a comment.