আন্তর্জাতিক

‌গ্রেপ্তার মুম্বই হামলার মূলচক্রী

২৬/১১ মুম্বই হামলার প্রধা‌ন চক্রী জাকিউর রহমান লাকভিকে গ্রেপ্তার করা হল পাকিস্তানে। সন্ত্রাসবাদে আর্থিক সহায়তার এক মাম‌লার সূত্রে লস্কর–ই–তৈবার কমান্ডারকে লাহোর থেকে আটক করা হয় এদিন। তার বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসের জন্য গঠিত এক তহবিলের অর্থে ডিসপেন্সরি চালানোর। তাকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমা দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।
পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি কার্যকলাপের মাথা এই লাকভি। পাক পাঞ্জাবের সিটিডি’‌র মুখপাত্র সংবাদমাধ্যমে জানান, জঙ্গি কার্যকালপে টাকা জোগানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লাকভিকে। অফিস খুলে দাতব্য চিকিৎসার নামে টাকা তুলে তা খরচ করা হতো জঙ্গি কার্যকলাপ চালাতে।
ছ’বছর জেলে থাকার পরে গত ২০১৫ সালের এপ্রিলে মুক্তি পায় লাকভি। তবে তার জেলে থাকা নিয়েও অনেক প্রশ্ন উঠেছিল। তারপর থেকেই নানা সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এবার পাঞ্জাব কাউন্টার টেরর ডিপার্টমেন্ট অভিযোগ দায়ের করল তার বিরুদ্ধে। রাষ্ট্রপুঞ্জের খাতায় লাকভি একজন জঙ্গি। ২০০৮ সালে মুম্বই হামলার পর লাকভির নাম রাষ্ট্রপুঞ্জে তার তালিকায় অন্তর্ভূক্ত করে।
উল্লেখ্য, ২০০৮ সালে মুম্বইয়ে ঢুকে পড়ে ১০ পাকিস্তানি জঙ্গি। মুম্বইয়ের একাধিক জায়গায় নির্বিচারে গুলি চালিয়ে মেরে ফেলে ১৬৬ জনকে। আহত হন ৩০০ জন। কিন্তু ধরা পড়ে যায় আজমল কাসব নামে এক জঙ্গি। তাকে জেরা করেই বেরিয়ে আসে পাক জঙ্গিদের গোটা পরিকল্পনা। অভিযোগ, মুম্বই হামলায় অংশ নেওয়ার জন্য লাখ লাখ টাকা কাসবের পরিবারকে দিয়েছিল লাকভি।