ব্রেকিং নিউজ রাজ্য

ওপারের ইউনুস যা, এপারের মমতাও তাই! চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পেট্রাপোলে শুভেন্দুর হুংকার

বনগাঁয় ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে সোমবার প্রতিবাদ সভায় উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহের মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসসহ সমস্ত সন্ন্যাসীদের। না হলে ইউনুস সরকারকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন রাজ্যের বিরোধী দলনেতা।

একইসাথে শুভেন্দু বলেন, “ওপারের ইউনুস যা, এপারের মমতাও তাই। হিন্দুদের সম্মান নষ্ট করতে যা করার সবকিছুই করছেন।”

এদিন সকাল থেকেই সীমান্তে দু’দেশের যাতায়াত এবং বানিজ্য ব্যাহত হয়। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, পেট্রোপোল সীমান্তে সোমবার সকাল ৬টা থেকে বানিজ্য বন্ধ আছে যা মঙ্গলবার সকাল ৬টা অবধি কার্যকর থাকবে। বাংলাদেশে হিন্দুদের উপর অমানবিক অত্যাচার একেবারেই বরদাস্ত করা হবে না। আগামী সপ্তাহে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে বা প্রভু মুক্তি না পেলে পাঁচ দিনের জন্য সীমান্তবর্তী এলাকায় বানিজ্য বন্ধ করে দেওয়া হবে বলেও এদিন প্রতিবাদী মঞ্চ থেকে সাফ জানিয়ে দেন বিরোধী দলনেতা।